THE PRODIGY(2019)



Ohio তে একজন সিরিয়াল কিলারকে যেসময় তার ফার্মহাউসে রেইড করে মেরে ফেলা হয় ঠিক সেসময়'ই Pennsylvania তে সারা আর জনের কোলে জন্ম নেয় একটি ছোট্ট শিশু-মাইলস।
কিন্তু মাইলস যতই বড় হতে থাকে ততই ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ করতে থাকে ওর মা।
মাইলসের দু চোখের দুটি মনি ছিল ভিন্ন দুটি রঙের। সে যথেষ্ট বুদ্ধিমান ছিল এবং ঘুমের ঘোরে সে হাঙেরিয়ান ভাষায় কি সব যেন বলতে থাকে।

তাই এক সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয় সারাকে। উনি বলেন মাইলসের ভেতরে আসলে অন্য এক অতৃপ্ত আত্মার বসবাস। মাইলস যা করে তা আসলে ও করে না। সেই অশরীরি আত্মাই ওর দিয়ে করিয়ে নেয় এবং সেই আত্মা তার অসম্পূর্ণ কাজটি শেষ করার জন্য মাইলসের শরীরে বাসা বেঁধেছে। যতদিন সেই কাজটি না শেষ হচ্ছে ততদিন মুক্তি নেই মাইলসের।
এদিকে বিপদ আরো ঘনিয়ে আসে।
বাড়ির কুকুরটাকে মেরে ফেলে মাইলস। গাড়িতে ওর বাবাকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করে।
তারপর যা ঘটে সেটি ছিলো টুইস্ট।

তবে যারা পূণর্জন্মে বিশ্বাসী না তাদের গল্পটা ভালো না লাগতে পারে, কিন্তু ভৌতিক ফিল নেয়ার জন্য এই মুভি দেখাই যায়।

 
🎬The Prodigy(2019)
💡IMDB: 5.9/10
💡Rotten Tomatos: 42%
💡My Rating: 7/10

 বাংলা সাবটাইটেল লিঙ্কঃ https://subscene.com/subtitles/the-prodigy/bengali/2527013

 



Comments

Popular posts from this blog

'দ্রঢ়িষ্ঠ' ম্যাগাজিন