'দ্রঢ়িষ্ঠ' ম্যাগাজিন



পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এ্যানিমাল হাজবেন্ড্রী ডিপার্টমেন্টের ১০ম ব্যাচ হচ্ছে 'দ্বীপান্বয়-১০' ব্যাচ। ক্যাম্পাসের প্রোডাক্টিভ এই ব্যাচটির পক্ষ থেকে বিগত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও 'দীপান্বয়-১০' ব্যাচের প্রথম বর্ষপূর্তি হিসেবে তারা প্রকাশ করেছে, অনলাইন ম্যাগাজিন 'দ্রড়িষ্ঠ'। ম্যাগাজিনটির ট্যাগলাইন ছিলো- "দীপান্বয়ের দীপ্তিতে আলোকিত প্রান্তর"।

২০২২ সালের ১৩ মার্চ দীপান্বয়-১০ ব্যাচ ক্যাম্পাসে পদার্পণ করে। প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিলো ভালো কিছু করা। এবং তারা তা করে দেখিয়েছে। নিজেদের মধ্যে নানান সমস্যা থাকলেও, বিভেদ থাকলেও, দীপান্বয় নামটির নিচে তারা সবাই এক। গলা ফাটিয়ে স্লোগান দেওয়া, একসাথে আড্ডা দেওয়া, মিছিলে একত্রে থাকা তাদের ইউনিটির উদাহরণ।

অনলাইন ম্যাগাজিন দ্রড়িষ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জারিন তাসনিম যুথি। সহ-সম্পাদক, ইলাস্ট্রেশন, প্রচ্ছদগুলো করেছেন তাহসিন হোসাইন। ম্যাগাজিনের সুন্দর নামটি এসেছে আলজিদা জামান ঐন্দ্রিলার তরফ থেকে। সব মিলিয়ে বেশ উপভোগ্য ছিলো এই ম্যাগাজিনটি।

ক্যাম্পাসের প্রাক্তন এবং বর্তমান বড় ভাইয়েরাও ইমেইল করে ম্যাগাজিনটির ভূয়সী প্রশংসা করেছেন।

আনামুল হাসান এবং রেদওয়ান হক ভাইকে অসংখ্য ধন্যবাদ ইমেইল করে এত সুন্দর ভাবে এপ্রিসিয়েশন জানানোর জন্য। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ❤

ম্যাগাজিনটির লিংক- https://drive.google.com/file/d/1hrD2GOOCzZHeafD8S4dt0silVjN3YguW/view?usp=drivesdk

Comments

Popular posts from this blog