PREDESTINATION(2014)
কিছু টেম্পোরাল এজেন্ট আছে যাদের কাজ হলো অপরাধ সংগঠিত হবার আগে টাইম ট্র্যাভেলের মাধ্যমে তা থামানো! এরা তাদের টাইম মেশিনের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ৫৩ বছর পর্যন্ত সামনে বা পেছনে যেতে পারে।
জিরো পয়েন্ট হলো ১৯৮১ সাল! টাইম মেশিন আবিস্কারের সাল!
মুভিতে একজন দক্ষ টেম্পোরাল এজেন্ট, মার্চ ১৯৭৫ সালের একটি ভয়াবহ বোমা বিস্ফোরন থামানোর মিশন হাতে নিয়ে নামে, যে বিস্ফোরনটি ঘটিয়েছিলো ফিজল বম্বার নামে একজন সন্ত্রাসী। টাইম ট্র্যাভেলের মাধ্যমে এই বোমা হামলা থামানোর মিশনে ঘটে যায় বেশ কিছু অদ্ভুদ ঘটনা যার বেশিরভাগই মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট।
নিঃসন্দেহে এই মুভি যেকারোই মাথার উপর দিয়ে যাবে। কি হচ্ছে না হচ্ছে, তা বুঝার জন্য কমপক্ষে দুইবার এই মুভি দেখা আবশ্যক।
🎬Predestination(2014)
💡IMDB: 7.4/10
💡Rotten Tomatos: 84%
💡My Rating: 8/10
Comments
Post a Comment