GIRL IN THE BASEMENT(2021)
হুমায়ূন আহমেদ এর একটা উক্তি আছে,
“পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই।”
এই উক্তিটিকেই মিথ্যে করে দিয়েছিলো ২০০৮ সালে প্রকাশ হওয়া অস্ট্রিয়ার একটি ঘটনা। এক বাবা যার নাম জোসেফ ফ্রিটজেল। সে নিজের মেয়েকে এক যুগেরও বেশি সময় ধরে বেসমেন্টে বন্দী করে রেখেছিলো এবং ধর্ষন করেছিলো। সেখান থেকে জন্ম নেয় ৭টি শিশু। আর এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে মুভি Girl In The Basement.
মুভির শুরুটা হয় সারা নামের মেয়েকে দিয়ে। সারার বাবা ডন, তাঁকে নিয়ন্ত্রণ করতে চায়। কেননা, মেয়ের অবাধ চলাফেরা ও স্বাধীনচেতা চিন্তাধারায় সে ক্ষুব্ধ। সে চায় সারা তার কথা মতো চলবে। কিন্তু সারা তার মতো করেই স্বাধীন ভাবে চলতে চায়। কিছুদিন পরই সারার ১৮ তম জন্মদিন। তাই সে ১৮ বছর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার ইচ্ছে ১৮ বছর হলেই সে তার পরিবার ছেড়ে চলে যাবে এবং তার বয়ফ্রেন্ডের সাথে প্রত্যেকটা স্টেট ঘুরে বেড়াবে। আলাদা এক স্বাধীন জীবন কাটাবে, যেখানে কেউ তাকে বাধা দেবে না। সারার মা ও ছোট বোনও এই ব্যাপারে তাকে অনেক সমর্থন দেয়। তবে এই ব্যাপারটা তার বাবা হঠাৎ জেনে ফেলে।
কিন্তু ১৮ তম জন্মদিন আসার আগেই তথা ১৯৮৪ সালের ২৩ এপ্রিল, বাসাতে সেদিন একাই ছিলো সারা। ডন সুযোগ বুঝে সারাকে তাদের বাড়ির বেসমেন্টে নিয়ে গিয়ে সেখানেই তাকে আটকে রেখে দেয়। শুধুমাত্র কিছু দিনের জন্য না , দীর্ঘ ২০ বছরের মতো। এই ২০ বছর সারা কিভাবে বেসমেন্টে কাটিয়েছিল এবং তার সাথে কি কি অমানুষিক নির্যাতন করেছিলো তার বাবা, সবকিছু মিলিয়েই এই মুভি।
🎬Girl In The Basement(2021)
💡IMDB: 6.3/10
💡Vudu: 4.4
💡My Rating: 7/10
Comments
Post a Comment